স্বামীর সাথে ঘুরতে যাওয়ার ৭ দিন পর খালে মিলল নারীর মরদেহ

লেখক:
প্রকাশ: ৩ minutes ago

কক্সবাজারের উখিয়ায় খালে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে স্থানীয় পথচারীরা দুর্গন্ধ পেয়ে একটি বস্তার ভেতরে ঐ নারীর মরদেহ দেখতে পান।

এরপর রাত ৯ টার দিকে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই করে নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। জানা গেছে তার নাম রহিমা আক্তার (৩০)। তিনি উপজেলার জালিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের মেয়ে ও হলদিয়াপালংয়ের ১নং ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

রহিমার পরিবার জানিয়েছে, গত ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন তাকে ঘুরতে নিয়ে যাবে বলে জানায়। ওই সময় রহিমা তার বাবার বাড়িতে ছিলেন। স্বামী ঘুরতে নিয়ে যাবে এমনটা জানিয়ে বাবার বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে রহিমা  নিখোঁজ ছিলেন। এর সাতদিন পর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী জসিম এখনো নিখোঁজ।

পরিবার ও স্থানীয়দের দাবী, স্ত্রীকে হত্যার পর মরদেহ খালে ভাসিয়ে পলাতক হয়েছেন জসিম। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকাপোস্টকে বলেন, “এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কারণ থাকতে পারে। নিহতের স্বামীকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।