বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আধুনিক সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ সিভিল সার্ভিসের সবচেয়ে বড় পরিবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়ে গড়া ‘স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ, বরিশাল অঞ্চল ‘ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নগরীতে আজ দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। ২০১৮ সালের ১৫ ই সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্প পরিচালক প্রফেসর নাসির উদ্দীনকে আহবায়ক ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ সৈয়দ জাফর আলী কে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। আজ ১৫ সেপ্টেম্বর ২০২০, সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল অঞ্চলের নেতৃবৃন্দ বরিশাল মহানগরের বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদনের জন্য পুষ্পমাল্য অর্পণ করেন।