স্বর্ণ পদক প্রাপ্তিঃ জাতীয় কারাতে প্রতিযোগিতায় জবি শিক্ষার্থী

লেখক:
প্রকাশ: ৪ years ago

অমৃত রায়,জবি প্রতিনিধি:: বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে  বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ২৬ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় (৬৭ কেজি ওজন শ্রেনিতে) নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম স্বর্ণপদক অর্জন করেন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত (১০-১২) ডিসেম্বর ৩ দিন ব্যাপি এ  কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেন দেশের ৭২টি সংস্থা যাদের মধ্যে রয়েছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনি সহ দেশের কয়েক বিশ্ববিদ্যালয় ও জেলা ক্রীড়া সংস্থা।
স্বর্ণপদক জয়ী জর্জিস আনোয়ার নাইম আজ (২১ ডিসেম্বর ২০২০-সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী নাইমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এসময় প্রক্টর ড. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।