পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা নান্দুহার ইউনিয়নের সামাজিক অঙ্গ সংগঠনের একটি প্রতিষ্ঠান সমাজ কল্যাণ পরিষদ ২০১৬ স্থাপিত করেন নান্দুহার ইউনিয়নের তরুণদের মহত সমাজসেবক ও অসহায় হতদরিদ্র গরিবের বন্ধু ছোটদের খেলার সাথী ওয়ালিউল ইসলাম তুহিন নেতৃত্বে বিশেষ উদ্যোগ। তার ধারাবাহিকতায়
৯৯ নং নান্দুহার বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নন্দুহার সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতিত্বে করেন ওয়ালিউল ইসলাম তুহিন ও সঞ্চালনায় ছিলেন মোঃ তরিকুল ইসলাম কাজী।
নান্দুহার সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল অদুদ তালুকদার, সাবেক প্রধান শিক্ষক, নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনষ্টিটিউশন মোঃ তৌহিদুল ইসলাম কাজী, সভাপতি নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনষ্টিটিউশন, আনম জহিরুল হক, প্রভাষক ইংরেজী শহীদ স্মৃতি কলেজ, মোঃ গাফফার মিয়া, সাবেক প্রধান শিক্ষক, আলকীর হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুল আউয়াল, সাবেক সহকারী প্রধান শিক্ষক, নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনষ্টিটিউশন, মো আব্দুল সালাম তালুকদার, সমাজ সেবক ও শিক্ষানুরাগী, এসএম জিয়াউল হক, প্রধান শিক্ষক, নান্দুহার ইলুহার ইউনিটেড ইনষ্টিটিউশন, মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক, নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মো আব্দুল বাসেদ, প্রধান শিক্ষক, ৯৯নং নান্দুহার বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ রাজু ইউপি সদস্য ৫নং ওয়ার্ড সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সমাজ কল্যাণ পরিষদ”‘’সামাজিক সংগঠন, এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা।
বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে।
শুধু তাই নয় প্রতিবছরের ভিত্তিস্থাপন ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হবে ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সমাজকল্যাণ পরিষদ উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক,দিনমজুর,প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
নান্দুহার সমাজ কল্যাণ পরিষদ ‘’সামাজিক সংগঠন সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, সেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক মনোভাবসম্পন্ন সংগঠন। এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে না বরং ভবিষ্যতে বিভিন্ন গ্রামে আমাদের শাখা সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে।
নান্দুহার সমাজ কল্যাণ পরিষদ সামাজিক সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ২০২১ সাল থেকে বিশ্ব মহামারী করোনাভাইরাস আক্রান্ত তখন থেকেই নন্দূর্বার ছাত্র সমাজ চোখ ইন্ডিয়ান ছাত্রনেতারা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ঘরে ঘরে অসহায়দের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ করেন , শুধু তাই নয় শীতকালীন শীতবস্ত্র অসহায়দের মাঝে পাশে দাঁড়ান সামাজিক ও মানুষের অঙ্গসংগঠনের আরেক নাম মানবতার কান্ডারী সমাজসেবক ও সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি অলিউল ইসলাম তুহিন।
পবিত্র রমজান মাসে আমাদের সমাজের গরীব, দুঃখী, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটাতে নান্দুহার সমাজ কল্যান পরিষদ বদ্ধ পরিকর । এই সংগঠনের মাধ্যমে অসহায় পরিবারের পাশে দাড়ালেন , ওবায়দুল ইসলাম তুহিন বলেন,
আমি গরীব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাড়াতে পারি। ছায়ার মত মানুষের পাশে থাকতে চাই শুধু আমাদের সংগঠনের সদস্য কিন্তু একসাথে কাজ করতে চাই এটাই আমি আশাবাদী।
২০২২ সাল রমজান উপলক্ষে ঈদের শুভেচ্ছা নিয়ে। বৃদ্ধিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান করে আসছে ঠিক আছে আগের পুরানো দিনের মতো এবারও তার পরিচিত লাভ করেছেন।
প্রতিবছরের মত এবারও ঈদ সামগ্রী বিতারনের কার্যক্রম নান্দুহার সমাজ কল্যান পরিষদ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটির কিছু উল্লেখ যোগ্য কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারি শুধু তাই নয় আমরা – বিয়েতে নগদ টাকা প্রদান।
রোগীর চিকিৎসা ও খাবারের জন্য নগদ টাকা প্রদান। ঘর নির্মাণ বা মেরামতে নগদ টাকা/ প্রদান। কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও প্রধান উপকরণ মাহে রমজানে ঈদ সামগ্রী বিতরণ।ও সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিগণ আপনাদের সাধারন দান হতে দান করে এই মহতী কাজে শরীক থাকতে পারে।
নান্দুহার সমাজ কল্যাণ পরিষদের , উপদেষ্টা পরিষদ মন্ডলী , মুহিত তালুকদার, জাহারুল কাজী, মেহেদী হাসান খান, মাস্টার মোঃ আব্দুর রহিম, আসাদুজ্জামান , হাবিবুর রহমান শাহীন, কাজী মুহাম্মদ জহিরুল ইসলাম, মহাবুব আকন , নূর মোহাম্মদ , ইমরান তালুকদার, মাহমুদুল হাসান বাবু, জনাব এইচ এম রিজভী আহমেদ, রাইসুল ইসলাম, আজাদ কাজী,
পরিচালনা পরিষদের পরিচিতি ছিলেন,
সভাপতি ছিলেন ওয়ালিউল ইসলাম তুহিন, এনামুল হক মামুন সিনিয়র সহ-সভাপতি, মহিউদ্দিন বাদল সহ-সভাপতি, জাহিদ হোসেন বেপারী সহ-সভাপতি, শোহাগ খান সহ-সভাপতি, মেহেদি হাসান সহ-সভাপতি, তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক, সোহাগ আকন সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, রুহুল আমিন খান যুগ্ম সাধারণ সম্পাদক, সোহাগ হাওলাদার যুগ্মসাধারণ সম্পাদক, রুহুল হাসান মিলন সাংগঠিক সম্পাদক , জাহিদুল ইসলাম অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম সহ অর্থ সম্পাদক, নেয়ামত উল্লাহ রানা প্রচার ও প্রকাশক , আবু দাইয়ান শিক্ষা ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক, প্রিয় সুশীল সমাজ কল্যাণ পরিষদ সম্পাদক, রমজান আলী তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, রিয়াজুল দপ্তর সম্পাদক , নাঈম সংস্কৃতির সংস্কৃতি বিষয়ক সম্পাদক ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com