২৭ অক্টোবর উদ্বােধন হতে যাচ্ছে পুটয়াখালীতে নির্মিত স্বপ্নের ঠিকানা’র।পায়রায় ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্থ ১৩০টি পরিবারের জন্য পূর্নবাসন প্রকল্পের আওতায় নির্মিত ওই ভবনের সার্বিক পরিস্থিতি পরিদর্শণ করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। ১৭ অক্টোবর তিনি স্বপ্নের ঠিকানা পরিদর্শণ করেন। একইসাথে সার্বিক নিরাপত্তায় পুটয়াখালী জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে মহিপুর থানায় সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।মতবিনিময়ে শফিকুল ইসলাম সর্বস্তরের মানুষকে জঙ্গীবাদ ও মাদকের বিরোধী অবস্থানে থাকার আহবান জানান। তিনি তার বক্তব্যে, ব্যাক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে সবাইকে যার যার অবস্থানে প্রতিরোধ করতে বলেন। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান রেঞ্জ ডিআইজি।
পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী জেলার সদর, কলাপাড়া থানা এবং বরগুনা জেলার আমতলী থানায় দুর্গাপূজার উল্লেখযোগ্যসংখ্যক পূজা মন্ডপ পরিদর্শন করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com