প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ণ
স্পেসএক্স ছাড়ার পর বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছরের বিস্ময় বালককে নিয়ে মন্তব্য করলেন মাস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রতিভাবান কিশোর কাইরান কাজী স্পেসএক্স থেকে চাকরি ছাড়ার পর প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক প্রথমবার তার নাম শুনেছেন বলে জানিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মাস্ক সংক্ষেপে বলেন— ‘এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি।’
২০২৩ সালে মাত্র ১৪ বছর বয়সে স্পেসএক্সে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন কাইরান। সে সময় তিনি কোম্পানিটিকে ‘অনন্য’ আখ্যা দিয়ে বলেছিলেন, স্পেসএক্স তার বয়সকে সীমাবদ্ধতা হিসেবে না দেখে পরিপক্বতা ও সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করেছে। দুই বছর কাজের পর এবার তিনি যোগ দিচ্ছেন নিউইয়র্কভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে একজন ডেভেলপার হিসেবে।
বিজনেস ইনসাইডারকে দেয়া সাক্ষাৎকারে কাইরান বলেন, ‘স্পেসএক্সে দুই বছর কাটিয়ে আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত মনে করেছি। কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স এমন এক বিরল ক্ষেত্র যেখানে এআই গবেষণার মতো জটিলতা রয়েছে, তবে আরও দ্রুত ফল পাওয়া যায়।’
কাইরান কাজীর পরিচয়
বর্তমানে কাইরানের বয়স ১৬। তিনি সান্তা ক্লারা ইউনিভার্সিটির ১৭০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক। মাত্র ১৪ বছর বয়সে তিনি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরও আগে, মাত্র ১১ বছর বয়সে লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছিলেন। সহপাঠীদের তুলনায় অনেক আগে কলেজে ভর্তি হওয়া এবং পড়াশোনার গতি তাকে আলাদা মাত্রা এনে দিয়েছে।
প্রযুক্তি দুনিয়ায় স্বীকৃতি
স্পেসএক্সে কাইরানের ভূমিকা তাকে বিশ্বের অন্যতম কমবয়সী প্রকৌশলীর স্বীকৃতি দিয়েছে। এতে প্রমাণিত হয়েছে, বয়স কম হলেও উদ্ভাবনী কাজের সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। তার এই যাত্রা কিশোর বয়সে প্রযুক্তি খাতে এক বিরল দৃষ্টান্ত।
কাইরান ২০২৩ সালে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের সমালোচনা করে আলোচনায় আসেন। বয়সজনিত কারণে লিংকডইন তার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানটি বার্তায় জানায়, ‘আপনার উৎসাহ ও দৃঢ়তা প্রশংসনীয়, তবে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের বয়সসীমা পূরণ করেননি। ১৬ বছর পূর্ণ হলে আবার যোগ দিতে পারবেন।’
এ ঘটনার পর ইনস্টাগ্রামে ওই বার্তার স্ক্রিনশট শেয়ার করে কাইরান লিংকডইনকে ‘সেকেলে’ আখ্যা দেন। তার ভাষায়, দক্ষতা যাচাইয়ের প্রকৃত পরীক্ষা হয় না, বরং মুখস্থবিদ্যা উগরে দেওয়ার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com