ইউরোপের দেশ স্পেনে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তবে বুধবার (২৭ জানুয়ারি) হঠাৎ বিভিন্ন সরকারি কর্মকর্তা অভিযোগ করে বলেছেন যে, তাদের সরবরাহ করা করোনার টিকা শেষ হয়ে যাচ্ছে।
এদিকে দেশটিতে বাড়ছে সংক্রমণও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় স্পেনে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ২৮৫ জন। যা করোনার তৃতীয় ঢেউয়ের সময়ে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।
অবশ্য সরকারি কর্মকর্তারা যে অভিযোগ করেছেন সেটি মিথ্যে নয়। স্পেনে করোনার টিকা প্রয়োগ শুরু হওয়ার পর যে গতিতে আগাচ্ছিল এই কর্মসূচি, সেটা এখন অনেকটাই ধীরগতিতে আগাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে জানানো হয়েছে তাদের কাছে যে টিকা আছে তা দিয়ে আর ২ সপ্তাহ কর্মসূচি চালানো যাবে। সে কারণে তারা নতুন রোগীদের এখন থেকে আর টিকা দিবে না। বরং তারা এটা নিশ্চিত করতে যাচ্ছে যে যারা প্রথম ডোজ নিয়েছে তাদের দ্বিতীয় ডোজটা যাতে যথা সময়ে পায়।
আবার টিকার সংকটের কারণে কেউ কেউ দ্বিতীয় ডোজ দেওয়ার দিন-তারিখ পিছিয়েও দিচ্ছে।
এ বিষয়ে কাতালানের স্বাস্থ্য কর্মকর্তা জোসেফ মারিয়া আরগিমোন জানিয়েছেন, ফাইজার ও মডর্নার টিকাদান কর্মসূচি বিভিন্ন রাজ্য ও অঞ্চলে ধীর গতিতে চলছে। এটার মানে হলো সেখানে টিকার মজুদ ফুরিয়ে যাচ্ছে। একই সমস্যা কাতালোনিয়ায়ও। সে কারণে আমরা প্রায় ১০ হাজার মানুষের দ্বিতীয় ডোজ দেওয়ার দিন তারিখ পিছিয়ে দিচ্ছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com