সংবিধানের ১৫৫ নম্বর ধারা অনুসারে কাতালোনিয়ার স্বাধীনতা বাতিল করতে চাই স্পেন। এই ধারাকে ধ্বংসাত্মক পর্যায় হিসেবেও অনেকে বিবেচনা করেন। গত পহেলা অক্টোবর কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হওয়ার পর থেকেই বার্সেলোনার সঙ্গে মাদ্রিদ সরকারের টানাপড়েন শুরু হয়। কিন্তু কী বলা আছে সেই ১৫৫ ধারায়।
স্পেনের সংবিধানের সংক্ষিপ্ত দু’টি অনুচ্ছেদ হলো ১৫৫ নম্বর ধারা। ওই ধারায় বলা আছে, যদি কোনো আঞ্চলিক সরকার সংবিধান মেনে না চলে, অন্য কোনো আইন চালু করতে চাই কিংবা স্পেনের স্বার্থকে অবহেলা করে; তাহলে জাতীয় সরকার সেখানকার জনমত জরিপে সিনেটের কাছে আবেদন করতে পারবে
সংবিধান অনুসারে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকলেই কেবল এই আইনের ব্যবহার করা যাবে। যদি সে রকম পরিস্থিতি ঘটে, তাহলে জাতীয় সরকার ‘প্রয়োজনীয় স্বার্থ’ রক্ষার জন্য আঞ্চলিক সরকারকে বাধ্য করার উদ্দেশ্যে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ গ্রহণ করতে পারে।
ওই অনুচ্ছেদে আরও বলা আছে, নির্দেশ দেয়ার ক্ষমতা কেবল জাতীয় সরকারের রয়েছে। জাতীয় সরকার আঞ্চলিক সরকারের ‘সকল কর্তৃপক্ষ’কে নির্দেশ দেয়ার ক্ষমতা রাখে।
বার্সেলোনার ইউনিভার্সিটাট পম্পিউ ফাবরার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জোসেফ কোস্টা আল জাজিরাকে বলেন, ১৫৫ ধারাকে এগিয়ে নেয়ার ব্যাপারে সত্যিই স্পেনের সরকারের কোনো পরিকল্পনা ছিল না। সে কারণে কী করা যাবে আর কী করা যাবে না, সে ব্যাপারে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।
কাতালোনিয়ায় অন্তবর্তীকালীন সরকার রাখার ব্যাপারে অনেক প্রস্তাবনা দেখেছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে সেটা ১৫৫ ধারা অনুসারে কখনোই সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, ১৫৫ ধারার সীমাবদ্ধতা নিয়ে কোনো সন্দেহ নেই ... কাতালোনিয়ার স্বায়ত্তশাসনও বাতিল করা যাবে না।
তবে বৃহস্পতবারও স্পেনের সরকার জানিয়েছে, আইনি ও সাংবিধানিকভাবে সেই ধারা পরিবর্তন করতে পারবে মাদ্রিদ সরকার।
সূত্র : আল জাজিরা
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com