প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০১৭, ২:২১ পূর্বাহ্ণ
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
![](https://bangla.earthtimes24.com/wp-content/uploads/2017/11/court.jpg)
ঢাকার আশুলিয়ার পাশাক শ্রমিক ফাইমা আক্তারকে হত্যার দায়ে তার স্বামী মজনু মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুস জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের আমৃতলার উত্তরপয়ার রহিস উদ্দিনের ছেলে। মজনু মিয়া ও ফাইমা আক্তার দু'জনেই পোশাক কারখানায় কাজ করতেন।
মামলা সূত্রে জানা গেছে, মজনু মিয়া তার স্ত্রী ফাইমা আক্তারকে নিয়ে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদের কারণে ২০১৬ সালের ১৩ অক্টোবর স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। এরপর ফাইমার মরদেহ ঘরে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামি মজনু মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য প্রদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com