রাজধানীর মগবাজার আউট সার্কুলার রোড, গ্র্যান্ড প্লাজার একটি সাততলা ভবন থেকে ইকবাল উদ্দিন আহমেদ (৭২) নামে এক চিকিৎসকের গলিত মরদহ উদ্ধার করেছে পুলিশ। তার স্ত্রী-মেয়ে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, আমরা জাতীয় জরুরি সেবার (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে বড় মগবাজার, গ্র্যান্ড প্লাজা এলাকার একটি বাসার সাততলায় যাই। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে ইকবাল উদ্দিন আহমেদের পচা-গলা লাশ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই আরও বলেন, ইকবাল উদ্দিন একজন চিকিৎসক ছিলেন। তার স্ত্রী-সন্তান-জামাই সৌদি আরবে থাকেন। ছয় বছর আগে প্রবাস থেকে ফিরে তিনি বড় মগবাজারের নিজের ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে একা বসবাস করার একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইকবাল উদ্দিনের জামাই আরিফুর রহমান বলেন, আমার শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী সৌদি আরবে ছিলেন। সেখানে থাকা অবস্থায় আমার শ্বশুর দু’বার স্ট্রোক করেন। ছয় বছর আগে তিনি সৌদি থেকে ফিরে বড় মগবাজারে নিজের ফ্ল্যাটে ওঠেন।
‘ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। মাঝে মধ্যে মোবাইল ফোনে স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা বলতেন। দুই সপ্তাহ আগে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন শুনছি, পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’