চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের তিনদিন পর তরিকুল ইসলাম (২২) নামে এক বংশীবাদকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তিয়রবিলা কুঠিপাড়া মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল তিয়রবিলা গ্রামের সাহেব আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তরিকুল ইসলাম আত্মহত্যা করেছেন।’
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা জানান, তরিকুল একমাস আগে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী তার সঙ্গে সংসার করতে না চাওয়ায় কলহ হয়। এরপর গত বুধবার তরিকুল নিখোঁজ হন। তিনদিন পর শুক্রবার সন্ধ্যায় তিয়রবিলা গ্রামের একজন কৃষক ঝোপের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে তরিকুলের মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, তরিকুল তেঁতুল গাছের ডালে পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস নিয়েছিলেন। ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হলেও পরে পাটের আঁশ ছিঁড়ে মাটিতে পড়ে যান।
এদিকে, শুক্রবার রাত ৯টার দিকে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য তরিকুলের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com