জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সামিউল খান সামি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ২টায় নিজ কর্মস্থল ময়মনসিংহে স্ট্রোক করেন তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক কামরুল ইসলাম জুয়েল জানান, স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ হাসপাতালের নেওয়ার পর মারা যায়। সামিউল ভালো আবৃত্তি করতে পারতো ও ভালো ফটোগ্রাফারও ছিল।
জানা গেছে, সামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন সামি। আকিজ গ্রুপ/আবুল খায়ের গ্রুপে চাকরি করেছেন। সামিউল খান সামি আগে থেকে উচ্চ রক্ত চাপের রোগী ছিলেন।
সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আজকে বিকেলে শুনেছি সামি আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com