স্কুলের ছাদের প্লাস্টার পড়ে মাথা ফাটল শিক্ষার্থীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্ক :: সিদ্ধিরগঞ্জে উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের প্লাস্টার পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাঠদান চলাকালে ছাদের প্লাস্টার ভেঙে কয়েকজন শিক্ষার্থীর মাথায় পড়ে। এসময় ৩য় শ্রেণির ছাত্র মো. তুষার আহমেদের মাথা ফেটে যায়। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানা শাম্মী জানান, দুপুর ১২টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ভবনের ছাদের প্লাস্টার ভেঙে শিক্ষার্থীর মাথার ওপর পড়ে এক শিশু আহত হয়। পরে তাকে স্থানীয়রা চিকিৎসা দিয়েছেন।

খবর পেয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে নেন।

তিনি বলেন, পুরনো ভবনটিতে পাঠদান বন্ধ করে দেয়ায় আমাদের স্কুলের শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে। আমাদের সংসদ সদস্য শামীম ওসমান গত বছর একটি অনুষ্ঠানে আসার পর এ স্কুলটি পরিদর্শন করেছিলেন। ওই সময়ই তিনি এ স্কুলের পুরনো ভবনটি ভেঙে নতুন একটি ভবন তৈরির আশ্বাস দিয়েছিলেন। পরে প্রকৌশলীরা স্কুলে এসে দেখে গেছেন। আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমরা একটি ভবন পাব।