সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তৃতীয় শ্রেণিরম এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে ওই ঘটনার পর রাতে অভিযুক্ত আবিদ হোসেন রিমনকে (২০) গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
উপজেলার সীমান্তগ্রাম চরগাঁও থেকে গ্রেফতার আবিদ তাহিরপুরের জয়নাল আবেদীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও উপজেলা সদরের আব্দুল আজিজের ছেলে।
নির্যাতনের শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশসূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশি আবিদ তার বসত ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার ঘণ্টাখানেক পড়ে পরিবারের লোকজন জানতে পারলে রক্তাক্ত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রীর শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাতালে পাঠান। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এটি একটি ন্যাক্কারজন ধর্ষণের ঘটনা। গ্রেফতার ধর্ষক আবিদ হোসেন রিমনের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা করে শনিবার বেলা ১১টার দিকে তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com