সৌদি যুদ্ধজাহাজে ইয়েমেনের হামলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

সৌদি আরবের জিজান উপকূলে একটি ফ্রিগেটে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি সেনাদের আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনকে জানিয়েছে, শনিবার বিকেলের দিকে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ফ্রিগেটে হামলা চালানো হয়। সূত্রটি জানিয়েছে, হামলায় যেসব নাবিক আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজিজ রাশিদ জানান, সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের জেলেদের ওপর যেসব বিমান হামলা চালিয়েছে তার প্রতিশোধ নিতে জিজান উপকূলে ওই ফ্রিগেটে হামলা চালানো হয়। সৌদি আরবের সাম্প্রতিক হামলায় ইয়েমেনের হুদায়দা উপকূলে অন্তত পাঁচ জেলে নিহত ও ২০ জন নিখোঁজ হয়েছে।

এর আগে গত ২৫ জুলাই ইয়েমেনের নৌবাহিনী হুদায়দা উপকূলের কাছে সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এছাড়া, গত বছরের আগস্ট মাসে ফ্রান্সে নির্মিত একটি সৌদি ফ্রিগেটে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।