সৌদি আরবের সাথে চীনের ১২টি চুক্তি

:
: ৫ years ago

সৌদি আরবের সাথে ১২টি চুক্তি করেছে চীন। চুক্তি অনুযায়ী ।

অর্থনৈতিক উন্নয়নে সৌদি আরব ও চীন পরস্পরকে সহযোগিতা করবে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও চীনের উপ প্রধানমন্ত্রী হান জিংয়ের নেতৃত্বে শুক্রবার বেইজিংইয়ে সৌদি আরব ও চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের তৃতীয় বৈঠকে এ চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন ছাড়াও জ্বালানির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

জ্বালানি ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতির জন্য জ্বালানি, শিল্প ও খনিজ মন্ত্রণালয়ের মধ্যে উল্লেখযোগ্য স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া চীন ও সৌদির ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ করতে উভয়দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

কিছুদিন আগে পাকিস্তানকে f-16 যুদ্ধবিমান দেয়ার বিষয় নিয়ে আমেরিকার উপর ক্ষোভ প্রকাশ করেছিল ভারত।

কিন্তু সমস্ত ক্ষোভ উপেক্ষা করেই কাছাকাছি ফের পাকিস্তান-আমেরিকার সম্পর্ক!

এবার পাকিস্তানের জন্য ৯টি অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে মার্কিন নৌবাহিনীকে ১৭ কোটি ডলারের ঠিকাদারি দেয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিক্রয় কর্মসূচির আওতায় বেল এএইচ-ওয়ানজেড হেলিকপ্টার নির্মাণ এবং পাকিস্তানে সরবরাহ করা হবে।

দুই ইঞ্জিনের এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪২০ কিলোমিটার এবং এগুলি ৬১০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই হেলিকপ্টারগুলি মূলত মার্কিন মেরিন কোরের জন্য তৈরি করা হয়েছিল।

গত বছরের এপ্রিল মাসে পাকিস্তানের কাছে এই হেলিকপ্টার বিক্রির বিষয়টি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে। হেলফায়ার ২ ক্ষেপণাস্ত্র এবং প্রয়োজনীয় যন্ত্রাংশসহ এগুলো বিক্রি করা হবে।

এদিকে, চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ বোমারু বিমান বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা।

ভারতের কঠোর প্রতিবাদ উপেক্ষা করে এই অনুমোদন দেয়া হয়। অবশ্য হেলিকপ্টার বিক্রির বিষয়ে এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।

২০১৮ সালে আমেরিকা যত অস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক কিনেছে মধ্যপ্রাচ্যর আরব দেশগুলো।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য ফাঁস করেছেন।

তিনি জানান, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি পরিমাণ আরো বাড়াতে চায় ওয়াশিংটন।

মার্কিন সামরিক নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসসিএ’র পরিচালক লেফটেন্যান্ট জেনারেল চার্লস হুপার সোমবার জানান, ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলো তিন হাজার কোটি ডলারের বেশি অর্থের অস্ত্র ও অন্য সামরিক সরঞ্জাম কিনেছে।

জেনারেল হুপার জানান, ২০১৮ সালে আমেরিকা বহির্বিশ্বে মোট সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে।

জেনারেল হুপার দাবি করেন, সারা বিশ্বে মার্কিন সামরিক সরঞ্জাম সেরা এবং সেজন্য তারা শুধু আশাবাদীই থাকবেন না বরং অস্ত্র বিক্রির জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন যাতে সংযুক্ত আরব আমিরাতসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের অংশীদার হিসেবে থাকতে পারে আমেরিকা।

এজন্য সামরিক ঠিকাদারদের সুবিধা দিতে ডিএসসিএ নানা পদক্ষেপ নেবে বলেও পেন্টাগনের এ সামরিক কর্মকর্তা জানান।