সোশ্যাল মিডিয়া থেকে তারেক রহমানের বক্তব্য সরানোর কাজ শুরু-মোস্তাফা জব্বার

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

হাইকোর্টের নির্দেশে তারেক রহমানের বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সরাতে বিটিআরসি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মৈমনসিংহ-গীতিকা প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘হাইকোর্ট বিটিআরসিকে নির্দেশে দিয়েছেন। বিটিআরসি তার দায়িত্ব পালন করবেন, এটার মধ্যে প্রশ্নোত্তরের কিছু নেই। হাইকোর্ট যদি আপনাকে নির্দেশ দেন কিছু করার জন্য, ওই দায়িত্ব পালন করতে আপনি বাধ্য। বিটিআরসি তাই করছে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা এক সেকেন্ডের জন্যও কাজ বন্ধ রাখি না। দয়া করে এটা বোঝার চেষ্টা করবেন। বিটিআরসি ২৪ ঘণ্টা কাজ করে। যে কাজগুলো তার আওতার মধ্যে আছে সেগুলো করে। যেগুলো তার দায়িত্বের মধ্যে আছে সেগুলো করে। আদালত যা নির্দেশ দেন সেই নির্দেশ তারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে। এখন করছে, ভবিষ্যতে করবে এবং যা যা নির্দেশ আদালত থেকে আসবে আমার সেটা মান্য করে চলবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিনিয়র সচিব (অব.) ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সামাদ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমর কান্তি সরকার। পরে রাতে মৈমনসিংহ-গীতিকা অবলম্বনে গীতিনৃত্যনাট্য ‘কাজল রেখা’ ও ‘সোনাই মাধব’ মঞ্চস্থ হয়।