সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

লেখক:
প্রকাশ: ৬ years ago

আজ সোমবার ঢাকা মহানগরের সব থানা এবং দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কালো পতাকা পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা, জলকামান, টিয়ারশেল নিক্ষেপ এবং নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় দলটি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।