সোনার দাম ভরিতে কমলো ১৯৮৩ টাকা

:
: ১ বছর আগে

দেশের বাজারে সোনার দাম বেড়ে রেকর্ড সৃষ্টির পর এবার এক দফা কমলো। ভালো মানের প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১৯৮৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তাতে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৯৭ হাজার ১৬১ টাকা। আজ প্রতি ভরি সোনা ৯৯ হাজার ১৪৪ টাকা বিক্রি হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৬ হাজার ২৫২ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

সোমবার (১০ এপ্রিল) ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৯ হাজার ১৪৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৯৪ হাজার ৬৫৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬৭ হাজার ৫৯৩ টাকায় বিক্রি হয়েছে।