খলিফা মাইনুল : বরিশালের বরগুনা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ও বিভিন্ন সচেতনতা মূলক সরঞ্জামাদি প্রদান করেছে ওই জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সরকারি বি এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত মেধাবী ছাত্র মোঃ আহামেদ রাফির । এ সময় তিনি জনসাধারণের মাঝে বিনামূল্যে গুরুত্বপুর্ন হ্যান্ডবিল, হেক্সিসল, মাস্ক, গ্লাভস এবং হাত ধোয়ার যাবতীয় সামগ্রী বিতরণ করে। গতকাল বুধবার (২৫ মার্চ ) বিকাল সাড়ে ৩ টায় তার নিজ ইউনিয়নের বিভিন্ন স্থানের পথচারী, রিকশাচালক, মুচি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ও হ্যান্ডমাইকে সচেতনতার কথা তুলে ধরেন । এ সময় তিনি তার নেতাকর্মীদের নিয়ে সাধারন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে ধারণা দেন এবং এই করোনা ভাইরাস থেকে বাচাঁর জন্য কিভাবে সচেতন হওয়া যায় সে সম্পর্কে কথা বলেন। গ্রামের মানুষ অনেকেই করোনা সম্পর্কে জানেনা তাই তার এই কর্মসূচিতে জনমনে করোনা সম্পর্কে জ্ঞানলাভ ও এর থেকে রক্ষা পাওয়ার উপায় সর্ম্পকে অনেকটাই সচেতন সৃষ্টি করেছে সাধারণ মানুষের মাঝে । এ সময় তিনি করোনা ভাইরাসের লিফলেট গ্রামে যারা পড়তে পারে না তাদেরকে পড়ে শুনান এবং যারা পড়তে পারেন অপরকে বুঝিয়ে বলার জন্য অনুরোধ করেন এবং বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন। তার এই কর্মসূচির কারনে গ্রামের মানুষ অনেকটাই সচেতন হয়েছে বলে সাধারণ জনগন জানান । নিজ ইউনিয়ন সোনাকাটায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সাধারন জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরন ও সামাজিক সচেতনতা কর্মসূচি পালন করার সাথে সাথে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি । এ ছাড়া সবাইকে জীবাণু প্রতিরোধক হিসেবে সাবান ব্যাবহারের পরামর্শ প্রদান করেন। আহামেদ রাফির এই কর্মসূচি সামনেও চলবে বলে জানা গেছে । ওই ইউনিয়নের বিভিন্ন সামাজিক মূলক উন্নয়নের কাজ এবং সকল ধরনের অন্যায়ের বিরোধীতা করে সাধারণ মানুষের পাশে সব সময় আহমেদ রাফির থাকার কথা জানা গেছে । সাধারন মানুষকে সচেতন করতে ও বর্তমান সরকারের সচেতনতা মূলক কর্মসূচি এবং সরকারের পদক্ষেপে করোনা থেকে মানুষ অনেকটাই নিরাপদ থাকতে পারবে বলেও মনে করেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com