সৈয়দ শামসুল হকের গল্পে ইরফান-সাবিলা

:
: ৬ years ago

বাংলা সাহিত্যজগতে সৈয়দ শামসুল হকের পরিচয় ‘সব্যসাচী লেখক’ হিসেবে ১৯৩৫ সালের ২৭শে ডিসেম্বর বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে জন্মেছিলেন তিনি। প্রয়াত এই লেখকের জন্মদিনকে সামনে রেখে তারই গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘মাউথ অর্গান’।

সৈয়দ শামসুল হকের ‘একদিন অরণ্যে’ গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। গল্পটির নাট্যরূপ দিয়েছেন মনি হায়দার। চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। আরই এই নাটকটিতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় দুই তারকা ইরফান সাজ্জাদ ও সাবিলা নূর। এখানে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম।

নাটকটি প্রসঙ্গে পরিচালক হাসান রেজাউল বলেন, ‘মূল গল্প ঠিক রেখে এটির নাট্যরূপ করা হয়েছে। গল্পটি মূলত ভালোবাসার। আমি প্রথম যখন গল্পটি পড়ি তখনই গল্পটিকে নাটকে রূপ দেওয়ার ইচ্ছে হয়েছিল। এখানে শহীদুজ্জামান সেলিম ভাইকে খল চরিত্রে দেখা যাবে। আশাকরি সবার ভালো লাগবে নাটকটি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি আগামী ২২ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে।