পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে মারা যাওয়া নাবিল এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাবিলের মামা হানিফ গাজী।
মৃত নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। সে ঢাকার রেলওয়ে স্কুল থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন নাবিল ঈদের ছুটিতে ঢাকা থেকে তার নানা বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চর চাপলী গ্রামে বেড়াতে আসে। পরে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে গিয়ে তিনজনই সমুদ্রে গোসলে নামে।
একপর্যায়ে নাবিল সাঁতার না জানায় স্রোতের টানে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। স্থানীয়রা রাত ১২টার দিকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
কলাপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল হাসনাত খালিদ বলেন, বজলুর রহমান অনেক আগেই মারা গেছেন। নাবিল এবং তার মা ঢাকায় থাকতো। সে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com