‘সেরা বাঙালি’ মাশরাফিকে সম্মাননা

:
: ৭ years ago
‘সেরা বাঙালি’ মাশরাফিকে সম্মাননা

২০১৭ সালে ‘সেরা বাঙালি’ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সম্মাননা দেয়া হয়েছে।রোববার রাতে নড়াইলে একটি কমিউনিটি সেন্টারে তাকে সম্মাননা দেয় শুভেচ্ছা ক্লাব।

ক্লাব সভাপতি সুদীপ্ত সাফায়েত কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা উপস্থিত ছিলেন নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস আলি, ক্রীড়া সংগঠক শরীফ মোহাম্মাদ, সাংবাদিক কার্ত্তিক দাস, তারিক হাসান প্রমুখ।মাশরাফির নিজ হাতে গড়া শুভেচ্ছা ক্লাবের এদিন ছিল ২০ বছর পূর্তি। অনুষ্ঠানে কৈশোর ও বাল্যকালে ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতির কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান শেষে সফল এ ওয়ানডে অধিনায়কের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।১৯৯৭ সালে নিজে সাধারণ সম্পাদক হয়ে শুভেচ্ছা ক্লাব গঠন করেন ম্যাশ। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২০ জন।প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। সংস্থাটির এবারের পুরস্কারের জন্য ঘোষিত ব্যক্তিদের তালিকায় স্থান পান মাশরাফি। ‘সেরা বাঙালি ক্রীড়াবিদ’ ক্যাটাগরিতে পুরস্কৃতদের তালিকায় স্থান করে নেন তিনি।২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এ খেতাব জেতেন। ২০১২ সালে খেতাবটি জেতেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি।