ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার প্রিন্সিপাল ড. মো. মাহমুদুল হাছান সেরা প্রতিষ্ঠানপ্রধানের সম্মাননা পেয়েছেন।
শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষা ও সময়ের শিক্ষকেরা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। ইভেন্স গ্রুপ এডুকেশন ওয়াচ গঠিত জুরি বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ, যোগ্যতা বিশ্লেষণ, দক্ষতা মূল্যায়ন ও শিক্ষা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের ৭১ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্স গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শবনম শেহনাজ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব মো. শাহজাহান আলম সাজু, ইউসিসি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এম এ হালিম পাটওয়ারী, ব্রেইল প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীনসহ দুই শতাধিক শিক্ষক।
ড. মো. মাহমুদুল হাছান ২০২১ সালেও ‘সেরা অধ্যক্ষ’ পদক লাভ করেন। তিনি দেশে শিক্ষার উন্নয়নে নানা সৃষ্টিশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি একাধারে শিক্ষক, প্রশিক্ষক, মোটিভেটর, শিক্ষাবিদ, গ্রন্থকার এবং নিয়মিত কলাম লেখক।
সম্মাননা প্রাপ্তির পর ড. মো. মাহমুদুল হাছান দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং ইভেন্স গ্রুপ ও এডুকেশন ওয়াচ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।