অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটা দুর্দান্ত কেটেছে মোস্তাফিজুর রহমানের। ৫ ম্যাচে ৭ উইকেট তো নিয়েছেনই, কাটার-স্লোয়ারে অসি ব্যাটসম্যানদের ঘামও ঝরিয়েছেন।
দারুণ বোলিংয়ের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়েও সেরা দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার এখন দশ নম্বরে।
চোখে পড়ার মতো ব্যাপার হলো, টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশ বোলারের মধ্যে মোস্তাফিজের সঙ্গে পেসার কেবল একজন। তিনি নিউজিল্যান্ডের টিম সাউদি, আছেন ছয় নম্বরে।
অর্থাৎ র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ বোলারের সবাই স্পিনার। এক নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি, দুইয়ে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিনে আফগানিস্তানের রশিদ খান, চারে ইংল্যান্ডের আদিল রশিদ, পাঁচে আফগানিস্তানের মুজিব উর রহমান।
সাত থেকে নয় পর্যন্ত আবার স্পিনার। তারা হলেন- অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা আর নিউজিল্যান্ডের ইশ সোধি। দশ নম্বরে পেসার মোস্তাফিজ।
আরেকটি লক্ষণীয় ব্যাপার আছে। সেরা দশ বোলারের মধ্যে পাঁচজনই লেগস্পিনার। যার অর্থ-লেগস্পিনাররা বরাবরই টি-টোয়েন্টিতে সফল, পরিসংখ্যানই সেটা দেখিয়ে দিচ্ছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com