সেমিফাইনালে আর্জেন্টিনার বিদায়, ফ্রান্সকে হারিয়ে ব্রাজিল চ্যাম্পিয়ন

লেখক:
প্রকাশ: ২ years ago

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলা রোববার থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ইংল্যান্ড শেষ আট নিশ্চিত করেছে। এখনো অপেক্ষায় আছে ক্রোয়েশিয়া-জাপান, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, স্পেন-মরোক্কো, পর্তুগাল-সুইজারল্যান্ড।

তবে আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সি ব্যবহার করে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা দেখাতে গিয়ে স্কাই নিউজ জানিয়েছে ভিন্ন তথ্য।

 

তাদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের কাছে হেরে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিবে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল স্পেনের কাছে হেরে বিদায় নিবে। সেমিফাইনাল খেলবে ফ্রান্স ও স্পেন। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিবে স্পেন। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠবে ফ্রান্স।

অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠবে আর্জেন্টিনা। আর ব্রাজিল দক্ষিণ কোরিয়া এরপর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে। সেমিফাইনালে আর্জেন্টিনা হেরে যাবে ব্রাজিলের কাছে।

ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ফ্রান্সের। শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে হেক্সা মিশন অর্থাৎ ষষ্ঠ শিরোপা জিতবে ব্রাজিল।