ইন্ডিয়ান মহিলা ফুটবল লিগের সেমিফাইনাল নিশ্চিত করে প্রতিপক্ষের অপেক্ষায় ছিলেন সাবিনা খাতুনদের দল সেথু এফসি। মঙ্গলবার লিগ পর্ব শেষে জানা গেছে সাবিনাদের প্রতিপক্ষের নাম। ইস্টার্ন স্পোর্টিং ক্লাবের সঙ্গে ফাইনালের ওঠার লড়াইয়ে নামবে তামিলনাড়ু ভিত্তিক ক্লাবটি।
মঙ্গলবার লিগের শেষ ম্যাচে মনিপুরের দল ক্রিপসা ফুটবল ক্লাব ৫-০ গোলে গোকুলাম কেরালাকে হারিয়ে উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। সাবিনাদের দল দুইয়ে থেকে নেমে যায় তিনে। শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠায় ক্রিপসা ফুটবল ক্লাব সেমিফাইনালে পেয়েছে চার নম্বর হওয়া রাইজিং স্টুডেন্টকে।
লিগ পর্বের শেষ ম্যাচে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের সঙ্গে খেলে ১-১ গোলে ড্র করেছিল সেথু এএফসি। টানা চার ম্যাচের জয়ের পর ড্র করেছিল সাবিনারা। ওই ম্যাচে সাবিনাও গোল করতে পারেননি, সেথু এফসিও জিততে পারেনি।
তিনদিন আগেও সাবিনা খাতুন ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু গত তিন দিনে চিত্রটা বদলে গেছে। ক্রিপসা ফুটবল ক্লাবের বালা দেবী ও রত্নাবালা দেবী দুই ম্যাচে টপকিয়ে গেছেন সাবিনা খাতুনকে। বালা দেবী ১২ গোল নিয়ে এখন এককভাবে শীর্ষে। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রত্নাবালা দেবী। ৬ গোল নিয়ে সাবিনা তিন নম্বরে।
দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে শিলংয়ের নেহরু স্টেডিয়ামে বৃহস্পতিবার। লিগের ফাইনাল ১৪ এপ্রিল।