কুয়েতের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার সেনাসদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আইএসপিআর-এর এক প্রেস রিলিজে বলা হয়েছে, কুয়েত আর্মড ফোর্সের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খান্ডারের নেতৃত্বে প্রতিনিধিদল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় সেনা সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।
সফরকালে, তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি পারষ্পারিক প্রশিক্ষণ বিনিময়সহ দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলাপ করেন।
প্রেস রিলিজে বলা হয়েছে, এর আগে, সেনাকুঞ্জে কুয়েত আর্মড ফোর্সের চিফকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। তিনি সেখানে একটি গাছের ছারা রোপণ করেন।
কুয়েত আর্মড ফোর্সের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- কুয়েত আর্মড ফোর্সেস মিলিটারি এডুকেশন ডিপার্টমেন্ট চিফ মেজর জেনারেল আনোয়ার জাসেম আল মজিদী, কুয়েত নেভাল ফোর্সেস কমান্ডার মেজর জেনারেল খালেদ আহমেদ আব্দুল্লাহ এবং মুবারক আল-আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড এন্ড স্টাফ কলেজ কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আব্দুস সামাদ দাস্থি।
সফর শেষে প্রতিনিধিদল আগামী ৫ জানুয়ারি দেশের উদ্দেশে যাত্রা করবেন।-বাসস