সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের সাক্ষাৎ

লেখক:
প্রকাশ: ১২ মাস আগে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এর সাথে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আজ (৪জুলাই) মঙ্গলবার মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিসিসির নতুন এই মেয়রকে হাসোজ্জল মুখে বুকে জড়িয়ে নেন ওবায়দুল কাদের।

সাক্ষ্যাত বরিশালের উন্নয়ন এবং বরিশাল আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।

এরপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি’র সাথে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

এর আগে বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত সচিব ডা:সারোয়ার বারী, যুগ্নসচিব মোঃ জসিম উদ্দিন, যুগ্মসচিব মোঃ কামাল হোসেন, জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী সারোয়ার, বরিশাল সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন।

এ সময় বরিশাল বাসীর উন্নয়নের রূপরেখা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন সহ উপস্থিত কর্মকর্তা বৃন্দ বরিশালের উন্নয়নের জন্য সর্বোচ্চ সহোযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন বরিশাল নগর উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সহোযোগিতা ও পরামর্শ পেলে বরিশালের সার্বিক উন্নয়ন আরও সহজতর হবে বলে আমি মনে করি।