যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের দিকে আঙুল দেখিয়ে চাকরি হারানো সেই নারীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ওই ঘটনার পর জুলি ব্রিস্কম্যান নামের ওই নারীর জন্য একটি তহবিল গঠন করা হয়। সেই তহবিলে মাত্র সাত দিনেই জমা হয়েছে ৭০ হাজার মার্কিন ডলার।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গত অক্টোবরে ট্রাম্পের গলফ রিসোর্টের কাছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের গাড়িবহরের দিকে আঙুল তোলেন জুলি ব্রিস্কম্যান। ২৮ অক্টোবরের এ ঘটনার ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে। এ অপরাধের দায়ে জুলিকে প্রকৌশলবিষয়ক প্রতিষ্ঠান আকিমা এলসিসি থেকে বরখাস্ত করা হয়। তবে চাকরি হারালেও নিজের এই আচরণের জন্য মোটেও অনুতপ্ত নন বলে হাফিংটন পোস্টকে জানিয়েছিলেন ৫০ বছর বয়সী জুলি। বরং এ ঘটনায় তিনি ক্ষুব্ধ ও মর্মাহত হন।
নিজেকে ডেমোক্র্যাট সমর্থক দাবি করে জুলি বলেন, এ কাজটি করার আগে তিনি দ্বিতীয়বার ভাবেননি। কিন্তু ঘটনার ১০ দিনের মাথায় চাকরিচ্যুত হন দুই সন্তানের এই মা। তাঁকে চাকরি থেকে বরখাস্তের পরদিনই সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান আকিমা এলসিসির সহকর্মীরা তাঁকে সমর্থন করার জন্য একটি তহবিল গঠন করে।
‘ধন্যবাদ জুলি ব্রিস্কম্যান’ শিরোনামে ওই পাতায় তাঁকে একটি ‘অনুপ্রেরণাদানকারী’ হিসেবে বর্ণনা করা হয়। সেখানে মাত্র সাত দিনে ৭০ হাজার ডলার জমা হয়। তিন হাজার দাতা সেখানে তাঁকে সমর্থন জানিয়ে অর্থ পাঠান। এই তহবিলে এক লাখ ডলার জমা করার লক্ষ্য ধরা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com