সেই গরু বিক্রেতাকে ওমরাহ পালনে পাঠালেন অপু বিশ্বাস

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

গত কোরবানির ঈদে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গরুর হাটে নিজের লালন-পালনের গরু বিক্রি করতে এসে জাল টাকার ফাঁদে পড়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন। ১ লাখ ২৩ হাজার টাকার গরু বিক্রির বিনিময়ে হাতে পেয়েছিলেন মাত্র ২ হাজার টাকার আসল নোট-বাকি ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল! হতবিহ্বল রইস উদ্দিন কান্নায় ভেঙে পড়েন, সেই কান্না ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, কাঁপিয়ে দেয় গোটা দেশ।

মানবিক উদ্যোগে পাশে দাঁড়ায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, যারা প্রাথমিকভাবে তাকে ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেয়। পরে আরো সহযোগিতার হাত বাড়ে।

এই অসহায়তার গল্প পৌঁছায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে। তিনি ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে ওমরাহ পালনের পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন। আর সেই প্রতিশ্রুতি রক্ষা করে শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন রইস উদ্দিন, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে।

রওনা হওয়ার আগে আবেগাপ্লুত রইস উদ্দিন বলেন, “অভিনেত্রী অপু বিশ্বাস কথা রেখেছেন, আমি পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছি। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।”

অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তাহলেও নিশ্চয় এমন কিছুই করতাম। আমি শুধু চাই তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পাঠাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

এই ঘটনা শুধু এক বৃদ্ধ গরু বিক্রেতার নয়—এটি আমাদের মানবিকতা, দায়িত্ববোধ আর তারকাদের সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ।