সুস্থ হতে চায় থ্যালাসেমিয়া আক্রান্ত সালমান

লেখক:
প্রকাশ: ২ years ago

থ্যালাসেমিয়া আক্রান্ত নাজমুল হাসান সালমানকে (১০) বাঁচাতে সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন তার বাবা এবাদুল হক। শিশুটির চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব প্রায়।

সালমান ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ার চর গ্রামের হাসেম মৌলভী বাড়ির বাসিন্দা। সে ফেনী শহরের রামপুর নুরীয়া হাফেজিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র।

এবাদুল হক জানান, ২০১৫ সালের দিকে চার বছর বয়সে শিশু সালমানের থ্যালাসেমিয়া শনাক্ত হয়। গত কয়েক বছর ধরে রাজধানীর গ্রিন ভিউ ক্লিনিকে অধ্যাপক এবিএম ইউনুসের তত্ত্বাবধানে তার অস্থায়ী চিকিৎসা চলছে। প্রতি দুইমাস পর পর সালমানকে নিয়ে ছুটতে হয় ওই হাসপাতালে।

প্রতি মাসে একবার চট্টগ্রামে গিয়ে রক্ত দিতে হয়। প্রতিদিনই তাকে ওষুধ খাওয়াতে হয়। এতে প্রতি মাসে সালমানের চিকিৎসার পেছনে ব্যয় হচ্ছে প্রায় ৩০ হাজার। সালমানকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

তবে পেশায় রিকশা মেকানিক এবাদুলের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।