সুস্থতার জন্য সকলকে টিকা গ্রহণের আহ্বান বরিশালের বিভাগীয় কমিশনার

:
: ৩ years ago

বরিশালে জেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি এস এম আক্তারুজ্জামান, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তদরের উপ-পরিচালক আনোয়ার হোসেন।

শিক্ষা বিভাগ সূত্র জানায়, আজ স্টেডিয়ামে জেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন জেলার ১০ উপজেলার ১ হাজার ২শ’শিক্ষার্থীকে টিকা দেয়া হচ্ছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামে জেলার ১০ উপজেলার ১৭ হাজার ১শ’এইচএসসি শিক্ষার্থীকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পেরে খুশি এইচএসসি পরীক্ষার্থীরা। সুস্থতার জন্য টিকাগ্রহণ অত্যন্ত জরুরি ছিলো বলে তারা মনে করেন। প্রথমে একটু ভয় পেলেও টিকা নেয়ার পর কোন সমস্যা হয়নি বলে জানান শিক্ষার্থীরা।

বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেন, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে অন্যদেরও টিকা দেয়া হবে। সুস্থতার জন্য সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান।

এর আগে গতকাল সোমবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তন কেন্দ্রে মহানগরীর সকল এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রমের শুরু হয়। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত মহানগরীর ৭ হাজার ৩শত ৩জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন।