সুযোগ হাতছাড়ায় ভারতকে প্রথমদিন অলআউট না করার আক্ষেপ

:
: ২ years ago

মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান শ্রেয়াস আইয়ার। হাত ফঁসকে ক্যাচ ছাড়েন ইবাদত হোসেন। এই ইবাদত হোসেনের মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় বলে চেতেশ্বর পুজারা উইকেটের পিছনে কাজী নুরুল হাসান সোহানের হাতে জীবন পান। এদিন সোহান ক্যাচ ছেড়েছেন আরও একটি। সেটা দিনের অপরিচিত ব্যাটসম্যান শ্রেয়াসের৷ ৩০ ও ৬৭ রানে দুইবার জীবন পাওয়া শ্রেয়াস ৮২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

১২ রানে জীবন পাওয়া চেতেশ্বর পুজারা সেঞ্চুরি  থেকে ১০ রানে দূরে থাকতে আউট হয়েছেন। প্রথম দিন শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৭৮। সুযোগগুলো হাতছাড়া না করলে প্রথম দিনে ভারতকে অলআউট করার সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন তিন উইকেট পাওয়া তাইজুল। শুভমান গিল, বিরাট কোহলি ও পুজারাকে আউট করা তাইজুল বলেছেন, ‘আমরা খুব যে খারাপ অবস্থানে আছি তা নয়। প্রথম দিন হিসেবে ভালো অবস্থানে আছি। তবে ক্যাচগুলো নিতে পারলে হয়তো আরও ভালো জায়গায় থাকতে পারতাম।’

 

বাঁহাতি স্পিনার আরও বলেছেন, ‘সুযোগগুলো যদি নিতে পারতাম, হয়তো তাদের এর মধ্যেই অলআউট হওয়ার সুযোগ ছিল। ক্যাচ মিস তো ম্যাচের অংশ। কেউ চায় না আসলে ক্যাচ মিস করতে। তারপরেও যদি আমরা ভুলগুলো না করতাম, তাহলে হয়তো আরও অবস্থানে থাকতাম।’

উইকেটে শুরু থেকেই টার্ন পাচ্ছিলেন তাইজুল। কোহলিকে দিনের শুরুতেই ছোবল দেয়া এক ডেলিভারিতে আউট করেছেন। শেষ বিকেলে পুজারার অফস্টাম্প উপচে ফেলেছেন স্বপ্নের মতো ঘূর্ণিতে। উইকেট নিয়ে তাইজুল বলেছেন, ‘প্রথম দিন হিসেবে আপনি দেখবেন সময়ে-সময়ে একটু বিহেভটা চেঞ্জ হচ্ছিল। নতুন বলে বলতে পারতেন একটু অন্যরকম হওয়ার সুযোগ থাকতে পারে। শ্রীলঙ্কার সাথে বা অন্যান্য দেশগুলোর সঙ্গে যখন খেলেছি, প্রথম দিনে রান কম হতো। উইকেট না পড়লেও রান কম হতো। বিগত ২-৩ বছরের রেকর্ড দেখলে দেখবেন ডে বাই ডে এখানের উইকেট ভালো হয়। তবে এটা কেমন হবে বোঝা যাচ্ছে না। মানে কীভাবে কী হবে সেই অনুমানটা করা যাচ্ছে না। তারপরও দেখা যাক।’