সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বিএনএসডি ফাউন্ডেশন

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল চালু করল বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন বিএনএসডি ফাউন্ডেশন। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিএনএসডিএফ-আমাদের বিদ্যালয় কাশিপুর নামক স্কুল কার্যক্রম শুরু করে সংস্থাটি। আজ বরিশাল নগরীর বাঘিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ” বিএনএসডিএফ-আমাদের বিদ্যালয়” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিএনএসডি ফাউন্ডেশন) এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মারুফ আহমেদ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক(প্রশাসন) জাহাঙ্গীর আলম, পরিচালক সাব্বির হোসেন, উপপরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা এবং ফাউন্ডেশনের সদস্য সাদেকুর রহমান।

বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মারুফ আহমেদ মল্লিক বলেন, আমরা শহর ও গ্রামের স্কুল ঝড়েপড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে চাই। সমাজের প্রতি এবং প্রতিবশীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনএসডি ফাউন্ডেশন বরিশাল নগরীতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছে। আমরা কয়েকটি ধাপে মহানগরীর বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পাচটি স্কুল চালু করতে চাই। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই। আশা করি আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফল হতে পারব।