সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরন করলেন আদনান হোসেন অনি।

লেখক:
প্রকাশ: ২ years ago

গত সোমবার (২রা মে) সামাজিক সংগঠন বাংলাদেশ সিটিজেন এইড এর পক্ষ থেকে ১৭ নং ওয়ার্ডের ৩ শতাধিক কমভাগ্যবান ব্যাক্তিদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরন করে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও বাংলাদেশ সিটিজেন এইড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবক মোঃ আদনান হোসেন অনি।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিশ্ব জিৎ ঘোষ বিশু, বরিশাল বিভাগীয় প্রাতঃভ্রমণ পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, সাগর, সোহেল শাহ, নোমান শাহ্‌, বিপ্লব চৌহান মনা, ফারুক, কমল দাস শুভ, জিএম জামান উদ্দিন, ১৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, মিরাজ খান, লাবু, অপু মিস্ত্রী, বিনোদ, দিপ্ত, মিন্টু প্রমুখ।