মানুষ মানুষের জন্য,একটু কি সহাযোগিতা মেয়েটির জন্য হতে পারেনা।মেয়েটির নাম জান্নাতুল ফেরদাউস,বয়স মাএ আটমাস।জন্ম থেকে ওর একটি পায়ের সাথে আরও একটি বারতি পা রয়েছে।ঢাকা পঙ্গু হাসপাতালের ডাক্তার শ্যামল দেবনাথ বলেছেন,ওর মায়ের পেটে যমজ বাচ্ছা থাকার কারনে ওর এমন হয়েছে।এর মধ্যে জান্নাতির পায়খানার রাস্তায় সমস্যা হওয়ার কারনে, অপারেশন করা হয়েছে।তাতে জান্নাতির দরিদ্র বাবা-মায়ের অনেক টাকা খরচ হয়েছে।ডাক্তার শ্যামল দেবনাথ বলেছেন, খুব তাড়াতাড়ি ওর বারতি পা অপরেশন করে কেটে ফেলতে হবে।অপরেশন না করলে বড় হয়ে ও হাটতে পারবে না।অপরেশন ফলোয়াপ চিকিৎসার জন্য আনুমানিক পাঁচ লক্ষ টাকার প্রয়োজন।
অথচ যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায় তাড়া এত টাকা কোথায় পাবেন।তাই সমাজের বিওবানসহ সকল মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন জান্নাতির মা-বাবা।গত আটমাস পূর্বে জান্নাতুল ফেরদাউস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নের পশ্চিম য়ায়াপুর গ্রামের দরিদ্র সাইদুল ইসলাম ও ফাতেমা আক্তারের পরিবারে জন্মগ্রহন করেন।জন্মের পরেই দেখা যায় ওর একটি পায়ে আরও একটি বাড়তি পা রয়েছে।ঢাকা পঙ্গু হাসপাতালের ডাক্তার শ্যামল দেবনাথ বলেছেন, ওর বাড়তি পায়ের অংশ অপরেশন করে কেটে ফেলতে হবে।জান্নাতির চিকিৎসার জন্য যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে ওর মায়ের অগ্রনী ব্যাংক হিসাবে ও বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।
অগ্রনী ব্যাংক হিসাব নাম্বার-০২০০০০৯৯১৭৫৫৯,
রুপাতলী শাখা,বরিশাল।
বিকাশ নান্বার-০১৭৩৫০০১৪৮৪।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com