সুন্দরবনে র‌্যাবের ৪ টি ক্যাম্প স্থাপন করা হবে- র‌্যাব মহাপরিচালক

লেখক:
প্রকাশ: ৬ years ago

সুন্দরবনে জলদস্যু-বনদস্যুসহ সকল অপরাধ দমনে আরো ৪ টি র‌্যাব ক্যাম্প স্থাপন করা হবে। আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে কোন অপকর্ম করতে দেয়া হবে না। মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে “বড় ভাই, ভাই ভাই ও সুমন নামক ৩ বাহিনীর ৩৮ সদ‌স্য’র আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বি‌পিএম (বার)এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমারা সবাই মিলে সুন্দরবনকে নিরাপদ করবো। সুন্দরবনে কোন জলদস্যু থাকতে পারবে না। আশির দশকে সুন্দরবনে জলদস্যুদের উৎপাত শুরু হয়ে, তবে যদি ইতিহাস দেখি তবে মুঘল আমলে এ অঞ্চলে সমুদ্রে জলদস্যু ছিলো। এটা প্রায় ৪ শত বছরের সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে, নিম্নমধ্যম আয়ের দেশে পরিনতো হয়েছি, খুব শিঘ্রই মধ্যম আয়ের দেশে পরিনতো হবো, আমাদের দেশে এসমস্ত স্যাচরামি চলতে পারেন।

র‌্যাবের ডিজি বলেণ, সুন্দরবন আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের গর্ব, বিশ্ববাসীর গর্ব।সেই সাথে এই এলাকার কোটি মানুষের জীবন ও জীবিকার উৎস। এইখানে পশুপাখি ও দুষ্প্রাপ্প প্রাণীর নিরাপদ আবাসস্থল। এটি রক্ষা করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব। এখানে কোন ধরনের অপকর্ম আমরা করতে দিবো না। বেনজীর আহমেদ  বলেন, দস্যুতার বন্ধের জন্য আমরা অনন্ততকাল অপেক্ষা করবো না, তাই বলবো সুপথে চলে আসুন। বাওয়ালী-মাওয়ালী, মৎসজীবীরা যারা রয়েছেন তারা স্বাধীনভাবে, নিরাপদে অবশ্যই জীবিকা নির্বাহ করবেন। কেউ যদি বাধাগ্রস্থ করে কিংবা যে সব জলদস্যুরা আত্মসমর্পন করেছে তাদের যদি আবার বেপথে নেয়ার চেষ্টা করে তাদের বিষয়ে আমাদের জানাবেন।

তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিবো। আমরা দেখছি অনেকেই টেলিভিশনে মুখ ঘুরাচ্ছেন। বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, কারন তাদের বিরাট অসুবিধা, সরকারি ঘাট রেখে নির্ধারিত নিজস্ব ঘাটে আর মাছ বিক্রি করতে বাধ্য করে, ৩০ টাকার চাল ২শত টাকায় আর, ২ শত টাকার ‍গুলি ৩ হাজার টাকায় বিক্রি করে। আমারা সকলের মুখোশ খুলে দিবো।অনুষ্ঠানে ব্যার-৮ এর বরিশাল অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

এসময় আরো উপস্থিত ছিলন, বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ-এমপি,  বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম,পিপিএম বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর রাকিব, উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স প্রমূখ।