করোনাভাইরাসের সংক্রমণ রোধে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। ২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মৌয়াল ও জেলেরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
শুক্রবার (২ এপ্রিল) সুন্দরবনের খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনের পর্যটন স্পটগুলো বন্ধ থাকবে। সুন্দরবন পূর্ব ও পশ্চিম জোনে সাতটি পর্যটন স্পট আছে। এর মধ্যে পশ্চিমে দুটি এবং পূর্বে পাঁচটি। সবগুলোই বন্ধ থাকবে।’
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ জানান, বন বিভাগ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের নৌযান চলাচলও নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবছর দেশি-বিদেশি প্রায় ২ লাখ পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরও সুন্দরবনের পর্যটনকেন্দ্র বন্ধ ছিল। তারপরও ১ লাখ ৭২ হাজারের মতো পর্যটক এসেছিলেন গত বছর। মূলত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটনের মৌসুম। এ সময় পর্যটকরা বেশি আসেন সুন্দরবনে। মার্চেও অনেকে আসেন সুন্দরবনে।
প্রসঙ্গত, করোনার কারণে গত বছরও কয়েক মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com