সুনন্দার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শশী

লেখক:
প্রকাশ: ৭ years ago

সুনন্দা পুস্করের ‘অস্বাভাবিক’ মৃত্যু মামলায় তার স্বামী কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। মামলার চার্জশিটে পুলিশ বলেছে, সুনন্দার আত্মহত্যায় প্ররোচনা ছিল শশীর।সুনন্দার মৃত্যুর চার বছর পর সোমবার এই  মামলার চার্জশিট দেয় পুলিশ।

২০১৪ সালের ১৭ জানুয়ারি দক্ষিণ দিল্লির একটি পাঁচ তারকা হোটেল থেকে উদ্ধার হয় সুনন্দা পুস্করের মরদেহ। পরে সুনন্দাকে খুনের অভিযোগে অজ্ঞাত ব্যক্তির  বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ ঘটনায় শশী থারুরকে  জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের ধারণা, সুনন্দাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে।

এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শশী ও সুনন্দার মধ্যে দাম্পত্য কলহ ছিল। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্বামীর সঙ্গে বিবাদ হয় সুনন্দার। শশীর সঙ্গে পাকিস্তানের এক নারী সাংবাদিকের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ছিল সুনন্দার।

দিল্লি পুলিশ মামলার চার্জশিটে বলেছে— সুনন্দার আত্মহত্যায় প্ররোচনা ছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের। বিবাহিত জীবনে তিনি সুনন্দার সঙ্গে ভালো আচরণ করতেন না।

এদিকে পুলিশের চার্জশিট নিয়ে হতাশা প্রকাশ করেছেন শশী থারুর। দিল্লি পুলিশের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলে এক টুইটে তিনি বলেন, ‘দীর্ঘ তদন্তের পরও যে সুনন্দার আত্মহত্যার ঘটনায় আমাকে দায়ী করা হবে, এটা ভাবতেও পারিনি।’