ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি তারকাদের। বছরে দুই উৎসবের কাজ থেকে কিছুটা বিরতির ফলে উচ্ছ্বাস আর একান্ত উদযাপন চলছেই।
ফেসবুক খুললে এখনো দেখা যায় তারকাদের মিলনমেলার ছবি।
রবিবার মডেল ও অভিনেত্রী তানভিন সুইটি তার লালমাটিয়ার বাসায় এমনই এক মিলনমেলার আয়োজন করেছিল।
পুরো আয়োজন জুড়েই ছিল তারকাদের আড্ডা আর গল্প। শুধু তাই নয়, রাতে বিভিন্ন পদের খাবারে সাজানো ছিল ডাইনিং টেবিলও। আর আড্ডার এক পর্যায় ছিল সারপ্রাইজ জন্মদিন পার্টি। কাটা হয় কেকও। জন্মদিনটি ছিল তরুণ অভিনয় শিল্পী নাবিলা ইসলামের।
আয়োজন ঈদ পরবর্তী গেট-টুগেদার। তাই উপস্থিত ছিল অনেক তারকাই। ছিলেন তারিন, দীপা খন্দকার, কল্যাণ কোরাইয়া, পিয়া জান্নাতুল, আফরিন সামিয়া, নাবিলা ইসলাম, মাজনুন মিজান, অমৃতা, তাহমিনা মৌ, তাশদিক নোমাইরা, মুনজারিন অবনি, মিমসহ আরও অনেকে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে এই আড্ডা।
ঈদের পর আবারও কাজে ব্যস্ত হয়ে পরবেন তারকারা। তার আগে এই আয়োজন তাদের আনন্দের খোঁড়াক হিসাবে কাজ করেছে বললেই চলে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com