মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকায় ফয়জুর রহমান (১৬) নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় নাগরিককে ভারতে পৌঁছে দেওয়ার সময় তাকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
ফয়জুর কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলকাছ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ফয়জুরের এক ভারতীয় আত্মীয় অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। রাতে ফয়জুর তার আত্মীয়কে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করিয়ে তাকে পৌঁছে দিতে যায়। এসময় টহলরত বিএসএফের সদস্যরা ভারতীয় নাগরিকের সঙ্গে তাকেও ধরে নিয়ে যান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com