
সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ এপ্রিল) সকালে কুমিরা রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জিআরপি থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে রেল গেটম্যান মান্নান খবর দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।