বাংলাদেশ রেলওয়ের ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনে সন্তান প্রসব করেছেন এক নারী। নবজাতক এবং মা দুজনই সুস্থ আছেন।
শুক্রবার (৬ মে) দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসার পথে সন্তান প্রসব করেন তিনি।
রেলওয়ে সূত্র জানায়, ওই নারীর নাম পারুল। তিনি রাজশাহী থেকে ঢাকা আসছিলেন। মাঝপথে তার প্রসব বেদনা ওঠে। তখন ট্রেনে থাকা অন্যান্য নারীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় সন্তান প্রসব করেন পারুল। দুপুর পৌনে ৩টায় কমলাপুর স্টেশনে নামেন তিনি। এসময় খবর পেয়ে স্টেশনে তাকে রিসিভ করেন বাবা টিটু মিয়া।
রেলওয়ের জনসংযোগ বিভাগ জানায়, ট্রেনে সন্তান প্রসবের খবর পেয়ে কমলাপুর স্টেশন প্লাটফর্মে ছুটে আসেন রেলওয়ে হাসপাতালের চিকিৎসক রিপন দাস ও শওকত জামির। তারা মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি নেন।
এদিকে চলন্ত ট্রেনে সন্তান প্রসবের ঘটনায় রেলওয়ের সবাই আনন্দিত বলে জানায় জনসংযোগ বিভাগ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com