সিলেট মহানগরীর প্রধান সমস্যাগুলোর একটি হচ্ছে যানজট। এই সমস্যা থেকে কিছুতেই যেন মুক্তি নেই নগরবাসীর।
যানজটের পেছনে যত কারণ রয়েছে, তন্মধ্যে অন্যতম হচ্ছে নগরীজুড়ে অবৈধ অটোরিকশা স্ট্যান্ডের রাজত্ব। অনুমোদনহীনভাবে সিলেট নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে অটোরিকশা স্ট্যান্ড। সড়কের মধ্যে বসানো এসব স্ট্যান্ডের কারণে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।
নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, জেলরোড পয়েন্ট, সুরমা পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, ধোপাদীঘিরপাড়, সোবহানীঘাট, হুমায়ুন রশীদ চত্বর, আম্বরখানা, সুবিদবাজার, রিকাবিবাজারসহ বেশ কিছু এলাকায় অটোরিকশার স্ট্যান্ড রয়েছে। মূল সড়কের মধ্যেই এসব স্ট্যান্ডে অসংখ্য অটোরিকশা সারিবদ্ধভাবে রাখা। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে যত্রতত্র গড়ে তোলা হয়েছে এসব স্ট্যান্ড।
সরেজমিন দেখা যায়, মূল সড়কে স্ট্যান্ড বসানোয় সড়ক হয়ে পড়েছে সংকুচিত। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে যানজটে। চরম ভোগান্তি হচ্ছে নগরবাসীর। সিসিক সূত্র জানায়, অবৈধভাবে এসব অটোস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। তবে কয়েকজন অটোরিকশাচালক জানান, প্রশাসনের কতিপয় লোককে প্রতি মাসে চাঁদা দিয়ে চলছে এসব অবৈধ স্ট্যান্ড। এ ছাড়া স্ট্যান্ডের জন্য বিকল্প জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে গাড়ি রাখতে হয় বলেও মন্তব্য চালকদের। আবদুর রহমান নামের এক অটোরিকশা চালক বলেন, সিটি করপোরেশন যদি আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা নির্দিষ্ট করে দেয়, তবে আমরা সড়কে গাড়ি রাখব না। বাধ্য হয়েই সড়কে স্ট্যান্ড বসাতে হয়েছে। এই স্ট্যান্ড বহাল রাখতে প্রতি মাসে আবার প্রশাসনের লোকদের চাঁদা দিতে হয়। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরীতে অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে সিটি করপোরেশন তত্পর রয়েছে। বিভিন্ন সময়ে অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অবৈধ স্ট্যান্ডের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com