 
     সিলেট নগরীর আম্বরখানায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে একদল যুবক। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালো কাপড়ে মুখবাধা একদল যুবক এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সিলেট নগরীর আম্বরখানায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে একদল যুবক। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে কালো কাপড়ে মুখবাধা একদল যুবক এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
হামলাকারীরা আম্বরখানা পয়েন্টে দাঁড়ানো ৫-৬টি অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায়। এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, হামলাকারীদের মুখ কালো কাপড়ে বাঁধা থাকায় তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com