সিরিয়া ইস্যুতে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের

লেখক:
প্রকাশ: ৬ years ago

সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শন ও শান্ত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের সিরিয়ায় হামলার পর পরিস্থিতির অবনতি ও এর প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। হামলার ফলে সিরিয়ায় পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এক বিবৃতিতে তিনি, এই বিপজ্জনক পরিস্থিতিতে সকল সদস্য রাষ্ট্রের প্রতি শান্ত থাকার এবং সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিতে পারে ও পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে, এমন যে কোন কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে হামলার কারণে গুতেরেস তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বিলম্বিত করেছেন।