স্বাধীনতার পর দেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শ্বাসকষ্টের পাশাপাশি আরও কিছু উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের কেবিনে তাকে ভর্তি করা হয়।
ঢামেকে সিরাজুল আলম খানের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগে. জেনারেল মো. নাজমুল হক। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে সিরাজুল আলম খানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের ভিভিআইপি কেবিনে চিকিৎসাধীন আছেন।
সার্বক্ষণিক হাসপাতালে সিরাজুল আলমের সঙ্গে থাকা রুবেল জানান, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, জ্বর ও প্রস্রাবের জটিলতা নিয়ে আজ সকালে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকে ভর্তির আগে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ বছর যাবৎ সিরাজুল আলম খান কখনও জনসম্মুখে আসেননি বা বক্তৃতা-বিবৃতি দেননি। আড়ালে থেকেই তিনি রাজনৈতিক তৎপরতা চালাতেন বলে রাজনীতিতে তিনি ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি লাভ করেন।