মুন্সীগঞ্জের সিরাজদীখানের পূর্ব ইছাপুরা গ্রামে শনিবার রাতে ৩ বছরের শিশু অনিক দাসকে শ্বাসরোধে হত্যা করেছে সৎ বাবা। ঘটনার পরপরই ঘাতক বাবা মাধব পালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার আদালতে পাঠালে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে মাধব পাল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে উদ্ধারের পর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটির মা অনিতা মণ্ডল জানান, শনিবার রাতে ছেলে অনিক দাসকে ঘরে রেখে থালা-বাসন ধুতে বাইরে যান তিনি। কিছুক্ষণ পর ঘরে গিয়ে দেখতে পান ছেলে অনিককে মাধব পাল এক হাতে ঝুলিয়ে রেখেছে এবং তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এ দৃশ্য দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, আগের ঘরের ছেলে অনিককে নিয়ে কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছিল। এর জের ধরেই অনিককে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, ৪ বছর আগে স্থানীয় কৃষ্ণ দাসের সঙ্গে অনিতার বিয়ে হয়। এর পর কৃষ্ণ দাসের সঙ্গে অনিতার বিচ্ছেদ হলে ছেলে অনিক মায়ের কাছেই রয়ে যায়। এরই মধ্যে দেড় বছর আগে অনিতা বিয়ে করেন মাধব পালকে।