সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল নারীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রাণ হারালেন এক নারী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আদুরী বেগম (২৫)। তিনি মালতীনগর গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

গ্রামের দুজন বাসিন্দা জানান, আদুরী বেগম বাড়ির পাশে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। বজ্রপাতে তাঁর মুখ, হাতসহ শরীরের সামনের অংশ ঝলসে যায়। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে সলঙ্গা বাজারের একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর আত্মীয় আবদুস সোবাহান বলেন, ঘটনার সময় আকাশে তেমন মেঘ ছিল না। আদুরী বেগমের বাবার বাড়ি একই গ্রামে। ওখানেই তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা।

ধুবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।